রাজ্য
পূর্ব বর্ধমান জেলার মা কার্নিভাল ২০২৩
বর্ধমান শহরের সেরা ২৭ টি মন্ডপ কে নিয়ে প্রদর্শনী বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী ভাগ্যশ্রী ও বিখ্যাত অভিনেতা তথা কমেডিয়ান আসরানি।
এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার শ্রী আমনদীপ, বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ, এছাড়াও ছিলেন জেলার বিভিন্ন আধিকারিক ও সদস্যরা।
বর্ধমান শহরে ২৭ টি পূজাকে নিয়ে মা কার্নিভাল দেখতে বিপুল জনরাশি একত্রিত হয়েছিল জি টি রোড চত্বরে।