টলিউড

টলি অভিনেত্রী শ্রীলেখার মাথা ভর্তি সিঁদুর ! তবে কি নতুন খবর ? খোলসা করলেন অভিনেত্রী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Sreelekha Mitra : টলি অভিনেত্রী শ্রীলেখার মাথা ভর্তি সিঁদুর ! তবে কি নতুন খবর ? খোলসা করলেন অভিনেত্রী - West Bengal News 24

টলি অভিনেত্রী শ্রীলেখার মাথা ভর্তি সিঁদুর। তবে কি নতুন খবর ? বিয়ে করেছেন তিনি ? যে ছবিটি শেয়ার করেছেন শ্রীলেখা সেটি বিমানবন্দরে, হাতে আবার প্লেনের টিকিট। শুরু হতে চলেছে মুম্বই চলচ্চিত্র উৎসব। উৎসবে যোগ দিতে বিদেশ থেকে উড়ে এসেছেন খোদ প্রিয়াঙ্কা চোপড়াও। ওদিকে কলকাতা থেকে উড়ে যাচ্ছেন শ্রীলেখা মিত্র। তাঁর ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই’প্রদর্শিত হবে সেখানে। সেই কারণেই মায়ানগরীতে উড়ে যাওয়া তাঁর।

একই সঙ্গে যাবতীয় কৌতূহলের অবসান ঘটালেন তিনি। শ্রীলেখার কথায়, “মুম্বইয়ে যাচ্ছি মুম্বই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে। যদি মনে হয় সিঁদুর কেন পরেছি, তবে জানিয়ে রতাখি, না, আমি আবার বিয়ে করিনি। সিঁদুর খেলেছিলাম। হয়েছে শান্তি ?” তিনি আরও জানান, আগামী ২৮ অক্টোবর বিকেল পাঁচটার সময় দেখানো হবে তাঁদের ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই’। আপাতত তা নিয়েই ব্যস্ত তিনি।

বহুদিন আগেই বিচ্ছেদ হয়েছে শ্রীলেখার। স্বামী শিলাদিত্যের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তাঁর। তবে দমদমের শ্রীলেখা ও দক্ষিণ কলকাতার শিলাদিত্যের মধ্যে অচিরেই গড়ে ওঠে নানা ফারাক। সে কারণেই যৌথভাবেই নেন সরে আসার সিদ্ধান্ত। তাতে যদিও আক্ষেপ নেই তাঁর। মেয়ে যৌথভাবেই মানুষ করছেন তাঁরা।

আরও পড়ুন ::

Back to top button