বলিউড

রশ্মিকার সেই ভিডিও নিয়ে মুখ খুললেন আসল ভিডিওর তরুণী

Rashmika Mandanna : রশ্মিকার সেই ভিডিও নিয়ে মুখ খুললেন আসল ভিডিওর তরুণী - West Bengal News 24

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানার ডিপফেক একটি ভিডিও ভাইরাল হয়। যা রীতিমতো তোলপাড়ের সৃষ্টি করে পুরো ভারতজুড়েই।

বিব্রতকর এই ঘটনায় এবার মুখ খুলেছেন ওই তরুণী যার ক্লিপ ব্যবহার করেই রশ্মিকার ভিডিওটি তৈরি করা হয়। জারা প্যাটেল নামের ওই তরুণী নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, এ ঘটনা পর নারীদের ভবিষ্যত নিয়ে চিন্তিত তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার জারা প্যাটেল। তারই একটি ভিডিও ব্যবহার করে রাশমিকার ফেক ভিডিওটি তৈরি করা হয়।

এ ঘটনায় জারা বলেন, ‘কেউ একজন আমার দেহের ওপর জনপ্রিয় অভিনেত্রীর চেহারার ছবি বসিয়ে একটি ডিপফেক ভিডিও তৈরি করেছে। এ ডিপফেক ভিডিও তৈরির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। যা হচ্ছে তাতে আমি অত্যন্ত বিব্রত এবং বিচলিত বোধ করছি।’

জারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বলেন, ‘আমি নারীদের ভবিষ্যত নিয়ে চিন্তিত এবং সেসব মেয়েদের নিয়ে চিন্তিত, যারা এখন তাদের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করতে আরও বেশি ভয় পাবে। দয়া করে ইন্টারনেটে কিছু দেখলে সেটির সত্যতা যাচাই করুন। ইন্টারনেটের সবকিছুই সত্য নয়।’

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রাশমিকা মানদানা একটি লিফটে উঠছেন। তবে, ডিপফেক ব্যবহার করে তৈরি করা সে ভিডিওর নারী আসলে রাশমিকা নন, বরং জারা প্যাটেল। এআই টুল ব্যবহার করে জারার ঘাড়ে রাশমিকার মাথা বসিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় শঙ্কা প্রকাশ করে রশ্মিকা বলেন, ‘নেট দুনিয়ায় আমার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার বিষয় নিয়ে কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে। সত্যি বলতে, বিষয়টি নিয়ে আমি শঙ্কিত। এই শঙ্কা শুধু নিজের জন্য নয়, বরং তাদের প্রত্যেকের জন্য, যারা প্রযুক্তির অপব্যবহারের কারণে ক্ষতির মুখে পড়েছেন।’

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আজ একজন নারী ও অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধু–বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের কাছেও কৃতজ্ঞ; যারা আমাকে এই সময়ে সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই ঘটনা যদি আমার স্কুল কিংবা কলেজজীবনে ঘটত, তবে আমি কীভাবে বিষয়টি সামাল দিতাম তা কল্পনাও করতে পারছি না। আমাদের সবার উচিত সমষ্টিগতভাবে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা।’

আরও পড়ুন ::

Back to top button