ইসরোয় চাকরি করার স্বপ্ন ? সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। ইসরো বিক্রম সারাভাই স্পেস সেন্টারের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। একাধিক ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হবে। ১৩ ই নভেম্বর থেকে এই শূন্যপদে আবেদন শুরু হয়েছে।
এই শূন্যপদে আবেদন পাঠানোর শেষ তারিখ ২৭ নভেম্বর। ইসরোর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , মোট ১৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে ৯টি পদ লাইট ভেহিকল ড্রাইভার ও ৯টি পদ হেভি ভেহিকল ড্রাইভারদের জন্য বরাদ্দ।
লাইট ভেহিকল ড্রাইভার পদে চাকরির জন্য আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা সহ আবেদনকারীদের অবশ্যই এলভিডি লাইসেন্স থাকতে হবে।
হেভি ভেহিকল ড্রাইভার পদে যাদের নিয়োগ করা হবে, তাদেরও ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। একইসঙ্গে এইচভিডি লাইসেন্স থাকতে হবে এবং পাবলিক সার্ভিস ব্যাজ থাকতে হবে।