যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে ৩০০০ কোটি টাকার অস্ত্র বিক্রি – অভিযোগ অস্বীকার ইসলামাবাদের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
গত বছর ইউক্রেনকে গোলা বারুদ সরবরাহ করে ৩৬ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৩০০০ কোটি টাকার বেশি) উপার্জন করেছে অর্থ সংঙ্কটে ভুগতে থাকা পাকিস্তান। এর জন্য ‘গ্লোবাল মিলিটারি’ এবং ‘নর্থরপ গ্রুম্যান’ নামে দুটি মার্কিন বেসরকারি সংস্থার সঙ্গে অস্ত্র চুক্তি করেছিল ইসলামাবাদ। এই চুক্তি গুলি হয়েছিল পাকিস্তানের বহুদলীয় জোট, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট-এর শাসনাকালে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত যখন ক্রমাগত যুদ্ধ বন্ধের আবেদন করেছে, পাকিস্তান সেই সময়ে যুদ্ধ থেকে ফায়দা তুলেছে। বিবিসি রিপোর্টে দাবি করা হয়েছে, ইউক্রেনকে ১৫৫ মিমি শেল বিক্রি করেছিল পাকিস্তান। ২০২২-এর ১৭ ই আগস্ট ইউক্রেনকে অস্ত্র সরবরাহের এই চুক্তি গুলি স্বাক্ষরিত হয়েছিল।
সূত্রের খবর , রাওয়ালপিন্ডির পাক বিমান বাহিনীর ঘাঁটি , নুর খান থেকে সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটি, আকরোতিরি হয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে অস্ত্র গুলি পৌঁছে দিয়েছিল একটি ব্রিটিশ সামরিক কার্গো বিমান। এর জন্য নুর খান থেকে মোট পাঁচ বার উড়েছিল বিমানটি।
ইসলামাবাদ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। উল্লেখ্য , গত বছরের এপ্রিলে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাঁকে ক্ষমতাচ্যুত করেছিল ডেমোক্রেটিক মুভমেন্ট।