খেলা

বিশ্বকাপের সেই হার নিয়ে ‘অন্যরকম’ আক্ষেপ কোহলির

বিশ্বকাপের সেই হার নিয়ে 'অন্যরকম' আক্ষেপ কোহলির

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের যন্ত্রণা এখনও পেড়াচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে।

সেমিফাইনালে সেই পরাজয় নিয়ে সম্প্রতি কোহলি বলেছেন, “আমি কি ব্যর্থতায় প্রভাবিত হই? হ্যাঁ, হই তো। প্রত্যেকেই হয়। দিনের শেষে আমি জানতাম যে, দলের প্রয়োজন ছিল আমাকে। আমার হৃদয়ে এই বিশ্বাস জোড়ালো ছিল যে, অপরাজিত থেকে ভারতকে সেমিফাইনালে জিতিয়ে ফিরব। হতে পারে আমার ইগো এমন ভেবেছিল। এমন পূর্বাভাস কি করা যায়? এটা করার পক্ষে তীব্র ইচ্ছা বা অনুভূতিই শুধু থাকতে পারে।”

কোহলি বলেন, “আমি হারতে ঘৃণা করি। মাঠে নেমে এটা বলতে চাই না যে এটা করতে পারতাম। যখন আমি মাঠে নামি তখন এটা বিশাল সম্মান বলে মনে করি। যখন আমি বেরিয়ে যাই, তখন কোনও এনার্জিই পাই না। আমরা এমন একটা উদাহরণ রেখে যেতে চাই যেন ভবিষ্যতের ক্রিকেটাররা আমাদের মতো খেলতে চাওয়ার কথা বলে।”

আরও পড়ুন ::

Back to top button