জানা-অজানা

রাশিয়া-আমেরিকা পরমাণু অস্ত্র রাখে যেখানে

রাশিয়া-আমেরিকা পরমাণু অস্ত্র রাখে যেখানে

বিশ্বে বর্তমানে ভয়ানক এক পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতাধর দেশগুলোর মধ্যে চলছে চাপা উত্তেজনা। মাকিন সেনাবাহিনীর হামলায় ইরানি জেনারেল সোলাইমানির মৃত্যু সে আগুনে যেন আরও ঘি ঢেলে দিয়েছে। তাই ক্ষমতাধর দেশগুলো নিজেদের ক্ষমতা বোঝাতে ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে পারমাণবিক অস্ত্রের ভয়ঙ্করসব মহড়া। পাশাপাশি চলছে পাল্টাপাল্টি হুমকি। তবে পরমাণু অস্ত্রতে বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়া।

জানা গেছে, পরমাণু বোমাগুলো অনেক ক্ষেত্রে বসানো আছে ক্ষেপণাস্ত্রের মাথায়। তাছাড়া বিভিন্ন সামরিক বিমান-ঘাঁটিতে বা অস্ত্রের গুদামেও রয়েছে পরমাণু বোমাগুলো। বিভিন্ন দেশে এখন শত শত পারমাণবিক বোমা বসানো-ক্ষেপণাস্ত্র মোতায়েন করা আছে। আমেরিকান ক্ষেপণাস্ত্রগুলো বসানো আছে বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং তুরস্কে। অন্যদিকে, রাশিয়া এবং ফ্রান্সের কাছে থাকা পরমাণবিক বোমাগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে। এই ধরনের পরমাণু বোমার সংখ্যা দেড়শর মতো। আর ১৮০০ পরমাণু বোমা রয়েছে যেগুলো খুব কম সময়ের নোটিশেই নিক্ষেপ করা সম্ভব। উল্লেখ্য, এখনই যে পরিমাণ পরমাণু অস্ত্র ভাণ্ডার পৃথিবীতে মজুদ রয়েছে তা দিয়ে পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে ফেলা সম্ভব।

আরও পড়ুন ::

Back to top button