কলকাতা

পুনরায় ‌করোনার কবলে পড়লেন কলকাতা বন্দর হাসপাতালের ছ’‌জন !

পুনরায় ‌করোনার কবলে পড়লেন কলকাতা বন্দর হাসপাতালের ছ'‌জন !

 

ওয়েবডেস্ক : তারাতলা পোর্ট ট্রাস্ট হাসপাতালে করোনা সংক্রমণ। আক্রান্ত হয়েছেন কলকাতা বন্দর হাসপাতালের প্যাথোলজি বিভাগের ছ’‌জন।
কলকাতা বন্দর হাসপাতালের প্যাথোলজি বিভাগ বন্ধ হল। করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা বন্দর হাসপাতালের প্যাথোলজি বিভাগের তিন সাফাইকর্মী, এক ডেটা এন্ট্রি অপারেটর এবং দুই কর্মী।

তাঁদের পরিবারের মোট তিনজনের শরীরেও করোনা ভাইরাসের হদিশ মিলেছে। আরও বেশ কয়েকজনের কোভিড-১৯ পরীক্ষা হয়েছেন বলে জানালেন বন্দরের জনসংযোগ আধিকারিক সুজয়কুমার মুখোপাধ্যায়। এছাড়াও একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে, তাঁরা কাদের সঙ্গে সম্প্রতি দেখা করেছিলেন সেই তথ্যের ভিত্তিতে।

বন্দরের ছ’‌জন আক্রান্তের চিকিত্‍সা চলছে এখন। তাঁরা আপাতত সুস্থ আছেন বলে সূত্রের খবর। বন্দর কর্তৃপক্ষের আধিকারিকেরা সোমবার বন্দর চত্ত্বর পরিদর্শনে গিয়েছিলেন। তাঁদের নির্দেশে আপাতত হাসপাতালের প্যাথোলজি বিভাগ সিল করে জীবাণুমুক্ত করার কাজ চলছে।

এদিনই কলকাতার দু’‌টি বেসরকারি হাসপাতাল ফের চালু হল। সেগুলি বন্ধ হয়ে গিয়েছিল করোনার হদিশ পাওয়ার পরেই। পিয়ারলেস হাসপাতাল, চাইল্ড হেলথ কেয়ারে আবার চালু হবে পরিষেবা।

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button