ঝাড়গ্রাম

দু’মাস পরে সবুজ জেলা ঝাড়গ্রামে চলল যাত্রীবাহী সরকারি বাস

দু’মাস পরে সবুজ জেলা ঝাড়গ্রামে চলল যাত্রীবাহী সরকারি বাস

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: অবশেষে ‘সবুজ জেলা’ ঝাড়গ্রামে সরকারি বাস চলাচল শুরু হল। বুধবার সকালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ঝাড়গ্রামের রাধানগর ডিপো থেকে একটি বাস মেদিনীপুর এবং আর একটি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।

দু’মাস পরে বাস চলাচল শুরু হওয়ায় খুশি জেলাবাসী। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এক আধিকারিক বুধবার জানান, চালক ও কনডাক্টর উপযুক্ত সুরক্ষা বিধি মেনে বাসে ডিউটি করছেন। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে এদিন বাস দু’টি চলেছে। বৃহস্পতিবার থেকে আরও অন্যান্য রুটেও বাস চলবে। তবে বেসরকারি বাস কবে থেকে চলবে সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

ঝাড়গ্রাম জেলার একটি বেসরকারি বাস মালিক সংগঠনের নেতা শশধর পৈড়া বলেন, ‘‘অর্ধেক যাত্রী নিয়ে বাস চালালে বাস মালিকদের বিপুল ক্ষতির মুখে পড়তে হবে। তাই আমরা দ্বিগুণ ভাড়ায় বাস চালাতে আগ্রহী। কিন্তু প্রশাসন আমাদের প্রস্তাবে এখনও সবুজ সঙ্কেত দেয়নি।’’

আরও পড়ুন ::

Back to top button