ঝাড়গ্রাম

করোনা সচেতনতায় ঝাড়গ্রাম জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির স্বাস্থ্যশিবির

করোনা সচেতনতায় ঝাড়গ্রাম জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির স্বাস্থ্যশিবির

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ভিন রাজ্য থেকে ফিরছেন পরিযায়ী মানুষজন। অনেকেরই উপযুক্ত স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা নেই। বাড়িতে নিভৃতবাসে কীভাবে থাকতে হবে, করোনা থেকে বাঁচতে কী-কী আগাম সতর্কতা নিতে হবে এমন সচেতনতামূলক বার্তা দেওয়া হল শিক্ষক সংগঠনের আয়োজিত এক স্বাস্থ্যশিবিরে।

রবিবার ঝাড়গ্রাম শহরের ১৩ নম্বর ওয়ার্ডের আনন্দপল্লী শীতলামন্দির সংলগ্ন এলাকায় ওই স্বাস্থ্যশিবিরের আয়োজনে ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা শাখা। শিবিরের সহযোগিতায় ছিল স্থানীয় আনন্দপল্লী উদয়ন সঙ্ঘ। শিবিরে ছিলেন চিকিৎসক, সমাজ-কর্মী, শিক্ষক সহ বিশিষ্টজনেরা। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি জয়দীপ হোতা জানালেন, এলাকাবাসীর স্বাস্থ্যপরীক্ষার পাশাপাশি, করোনা সম্পর্কে তাঁদের সচেতন করেন চিকিৎসক বিবেকানন্দ মাহাতো ও চিকিৎসক রামকৃষ্ণ মাহাতো।

করোনা সচেতনতায় ঝাড়গ্রাম জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির স্বাস্থ্যশিবির

এলাকার চারশো দরিদ্র মানুষের হাতে মাস্ক ও হোমিওপ্যাথি ওষুধ তুলে দেওয়া হয়। শিবিরের সূচনা করেন জেলা যুব তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদা। ছিলেন পুর-প্রশাসনিক বোর্ডের সদস্য দুর্গেশ মল্লদেব, শহর যুব তৃণমূলের সভাপতি অজিত মাহাতো, শহর যুব তৃণমূলের সম্পাদক উজ্জ্বল পাত্র, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা গৌরাঙ্গ প্রধান প্রমুখ। এ ছাড়াও শিক্ষক সংগঠনটির সদস্য-শিক্ষকেরাও ছিলেন।

আরও পড়ুন ::

Back to top button