ঝাড়গ্রাম

এ কেমন উন্নয়ন! এক হাঁটু কাদা-পথে নিত্য যাতায়াতে ভোগান্তি

এ কেমন উন্নয়ন! এক হাঁটু কাদা-পথে নিত্য যাতায়াতে ভোগান্তি

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: রাস্তা নাকি লাঙল চালানো জমি বোঝা মুস্কিল! এমন রাস্তা দিয়ে নিত্য যাতায়াত করতে গিয়ে কালঘাম ছুটে যায় ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের গোপালপুর, গঙ্গাধরি, ঘাগরা, ভরতপুর, আমলাজোড়া, ছোট জামদা, বড় জামদার মতো আট-দশটি গ্রামের কয়েক হাজার মানুষের।

এলাকার খানাখন্দে ভরা বিপজ্জনক দু’টি কাঁচা রাস্তা সংস্কার করা হচ্ছে না দীর্ঘদিন। তারফলে রাস্তায় হাঁটাচলা করা যাচ্ছে না। বৃষ্টি হলে এবড়ো খেবড়ো রাস্তায় মোটর বাইক, সাইকেলও চালানো যায় না। লালগড়ের বেলাটিকরি গ্রাম পঞ্চায়েতের বড়জামদা থেকে আমলাজোড়া পর্যন্ত আড়াই কিমি রাস্তাটির বেহাল অবস্থা। এছাড়া গোপালপুর শিবমন্দির চক থেকে মুচির চক পর্যন্ত ছ’শো মিটার রাস্তাটিরও খুবই দুরবস্থা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কয়েক জায়গায় বিক্ষিপ্ত ভাবে মোরাম ফেলা হলেও রাস্তা দু’টি উপযুক্ত ভাবে সংস্কার করা হয়নি। তাই প্রাক বর্ষার বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। রাস্তা দু’টি সংস্কারের দাবিতে দিন দশেক আগে বেলাটিকরি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বিভিন্ন গ্রামের কয়েকশো বাসিন্দা।

আরও পড়ুন ::

Back to top button