ঝাড়গ্রাম

চেন্নাইয়ের আর্তজনের মুখে খাবার তুলে দিল ঝাড়গ্রামের স্কুলপড়ুয়া তৃষা সিনহা

চেন্নাইয়ের আর্তজনের মুখে খাবার তুলে দিল ঝাড়গ্রামের স্কুলপড়ুয়া তৃষা সিনহা

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: মানবিকতার নজির গড়ল ঝাড়গ্রাম শহরের বাসিন্দা স্কুল ছাত্রী তৃষা সিনহা। এক সেবামূলক সংস্থার মাধ্যমে নিজের জমানো টাকা দান করে চেন্নাইয়ের ৫ জন দরিদ্রের মুখে খাবার তুলে দিল তৃষা। তৃষা জানায়, ‘চ্যারিটিজম’ নামে একটি সেবামূলক সংস্থা অনলাইনে অর্থ সংগ্রহ করে দরিদ্র মানুষজনের হাতে খাবারের প্যাকেট তুলে দেয়।

[ আরও পড়ুন :  জয়পুর, গুয়াহাটি ও তিরুবনন্তপুরম বিমানবন্দর লিসে দেওয়ার প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার ]

এই কর্মযজ্ঞে ক্ষুদ্র সামর্থ্য নিয়ে সামিল হয়েছিল তৃষা। ওই সংস্থার ফেসবুক পেজ-এর লিঙ্ক থেকে অনলাইনে স্কুলের টিফিন খরচের জমানো টাকা পাঠিয়েছিল তৃষা। সেই টাকায় গত ১৬ আগস্ট চেন্নাই বাসস্ট্যান্ড ও চেন্নাই রেল স্টেশন চত্বরের ৫ জন গৃহহীন পরিযায়ী শ্রমিককে খাবার দেওয়া হয়েছে। খাবারের প্যাকেটগুলিতে দাতা হিসেবে তৃষার নামও ছাপা ছিল।

চেন্নাইয়ের আর্তজনের মুখে খাবার তুলে দিল ঝাড়গ্রামের স্কুলপড়ুয়া তৃষা সিনহা

চ্যারিটিজম-এর ডোনার রিলেশনশিপ ম্যানেজার আর্দ্র সিং ১৬ আগস্ট চেন্নাই রেল স্টেশন ও বাস স্ট্যান্ড চত্বরে খাবার বিলির ছবি প্রমাণ হিসেবে তৃষার কাছে মেল করে পাঠিয়ে সহযোগিতার জন্য ধন্যবাদ জনিয়েছেন।

ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকার বাসিন্দা তৃষা এ বছর শহরের শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে। তৃষা এখন কলকাতার পাঠভবনের একাদশ শ্রেণীর কলাবিভাগের ছাত্রী।

[ আরও পড়ুন : সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যের তদন্তভার এবার CBI-এর হাতে: সুপ্রিম কোর্ট ]

 

 

আরও পড়ুন ::

Back to top button