ঝাড়গ্রাম

প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিচারণ ঝাড়গ্রাম জেলা কংগ্রেস ভবনে

প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিচারণ ঝাড়গ্রাম জেলা কংগ্রেস ভবনে

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: সময়টা ২০০২ সাল। ‘ভারত ছাড়ো’ আন্দোলনের হীরকজয়ন্তী উপলক্ষে ঝাড়গ্রাম, খালশিউলি ও গোপীবল্লভপুরে দু’দিন ধরে পদযাত্রা ও জনসভা করেছিলেন তৎকালীন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রণব মুখোপাধ্যায়।

২০০২ সালের অক্টোবরে জামবনির দুবড়ায় সিপিএমের হাতে নৃশংসভাবে খুন হন প্রবীণ কংগ্রেস কর্মী মোহিনীমোহন ষড়ঙ্গী। ওই ঘটনায় দু’সপ্তাহ পরে ফের ঝাড়গ্রামে আসেন প্রণববাবু। ঘটনাস্থল পরিদর্শন করে জামবনির গিধনিতে ধিক্কার সভা করেছিলেন।

প্রয়াত রাষ্ট্রপতির স্মৃতিচারণে এমনই নানা কথা শোনাচ্ছিলেন ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা সহ-সভাপতি কালীপদ মাইতির মতো প্রবীণ নেতারা। এদিন ঝাড়গ্রাম জেলা কংগ্রেস ভবনে প্রণববাবুর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেসের নেতারা।

আরও পড়ুন : একমাসে ৮ বার একই সাপের দংশনেও জীবিত কিশোর!

সুব্রতবাবু ও কালীপদবাবু ছাড়াও ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে, জেলা কিষাণ কংগ্রেস সভাপতি সৌরভ ঘোষ, কংগ্রেসের জেলা এসসি-এসটি-ওবিসি সেলের জেলা সভাপতি ভবেশ মাহাতো, জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণেন্দু ঘোষ প্রমুখ।

সুব্রতবাবু বলছিলেন, ২০০৬ সালে বেলপাহাড়ির পচাপানি গ্রামে স্থানীয় কয়েকজন মহিলাকে হেনস্থা করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তখন প্রণববাবু বিদেশমন্ত্রী। প্রদেশ কংগ্রেসের সভাপতিও। বেলপাহাড়ির শিলদায় একটি ক্লাব ঘরে সুলোচনা কালিন্দি সহ নির্যাতিতা মহিলারা দেখা করেছিলেন প্রণববাবুর সঙ্গে।

প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিচারণ ঝাড়গ্রাম জেলা কংগ্রেস ভবনে

তাঁদের অভিযোগ শুনেছিলেন তিনি। এছাড়াও বহুবার রাজনৈতিক কর্মসূচিতে ঝাড়গ্রামে এসেছেন। ঝাড়গ্রাম রাজবাড়ির অতিথিশালায় থাকতে তিনি খুব পছন্দ করতেন।

আরও পড়ুন : অক্সফোর্ডের ভ্যাকসিনের ৩য় ট্রায়াল শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে

প্রাক্তন রাষ্ট্রপতি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রণে বিদ্যাসাগরের দু’শো তম জন্মবার্ষিকী উপলক্ষে জঙ্গলমহলে আসবেন বলে কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে গত বছর সেই সফর বাতিল হয়ে যায়।

 

আরও পড়ুন ::

Back to top button