জাতীয়

মোদিকে হত্যার হুমকিতে নিরাপত্তা জোরদার

মোদিকে হত্যার হুমকিতে নিরাপত্তা জোরদার

প্রধানমন্ত্রী নরেদ্র মোদিকে ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি দেয়ায় তার ব্যক্তিগত নিরাপত্তা কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। জাতীয় সুরক্ষা সংস্থা এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) মেইলটি পেয়েছে বলে জানিয়েছে।

এ ঘটনার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত এসপিজি অন্যসকল এজেন্সিগুলির সাথে সমন্বিত হয়ে নজরদারি বাড়িয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আরও পড়ুন : JEE এবং NEET পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি আজ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠিতে এনআইএ জানিয়েছে, ‘একটি ই-মেইল আইডি থেকে এনআইএ কিছু ইমেইল পেয়েছে, যার মাধ্যমে বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি এজেন্সিকে হুমকি দেয়া হয়েছে। ই-মেইলের বক্তব্য থেকেই পুরোটা স্পষ্ট। অনুরোধ করা হচ্ছে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হোক।’

গত ৮ অগস্টে লেখা এই মেইলটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করার সরাসরি হুমকি দেয়া হয়েছে। এই ই-মেইল প্রকাশ্যে আসার পরই তৎপর হয়েছে দেশের প্রত্যেকটি নিরাপত্তা এজেন্সি। মেইলটিতে ‘নরেন্দ্র মোদিকে হত্যা কর’বলে সরাসরি হুমকি দেয়া হয়েছে বলে জানানো হয়।

 

আরও পড়ুন ::

Back to top button