জাতীয়

দোষারোপ জারি রেখেই সীমান্তে উত্তেজনা নিরসনে সম্মত ভারত-চীন

দোষারোপ জারি রেখেই সীমান্তে উত্তেজনা নিরসনে সম্মত ভারত-চীন

লাদাখ সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে সম্মত হয়েছে চীন ও ভারত। রাশিয়ার মস্কোতে উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের পর শনিবার সংবাদমাধ্যমে এক বিবৃতিতে একথা জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতি বলছে, লাদাখে কোনও পক্ষই ভবিষ্যতে এমন কোনও পদক্ষেপ গ্রহণ করবে না যাতে আবারও পরিস্থিতি জটিল হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শুক্রবার রাশিয়ার মস্কোতে চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফংহ-র সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের বৈঠক অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টা ২০ মিনিটের ওই বৈঠকে সীমান্ত উত্তেজনা নিরসনের বিষয়ে আলোচনা হয়। আগামী ১০ সেপ্টেম্বর মস্কোয় চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করবেন ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) চীনা সেনাবাহিনীর আক্রমণাত্মক আচরণকে দায়ী করেছেন। পাশাপাশি, চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহির সঙ্গে শুক্রবার রাতের বৈঠকে আলোচনার মাধ্যমেই ‘স্থায়ী শান্তি’র পথ খোঁজার কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

আরও পড়ুন : করোনা চিকিত্‍সায় আশা যোগাচ্ছে কোভ্যাক্সিন! দ্বিতীয় ধাপের ট্রায়ালে মিলল ছাড়পত্র

শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকটি টুইট করে আনুষ্ঠানিকভাবে মস্কোর মেট্রোপোল হোটেলের এই বৈঠকের কথা জানানো হয়েছে। একটি টুইটে বলা হয়েছে, ‘প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এলএসি-তে পুরোপুরি শান্তি ফেরানোর জন্য কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য ঐকমত্যের ভিত্তিতে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে।’

টুইটে দাবি করা হয়েছে, ‘বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতীয় সেনা এলএসি-তে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনও রকম আপস করা হবে না।’

যদিও চীনের সরকারি সংবাদমাধ্যম রবিবার জানিয়েছে, লাদাখ সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার জন্য ভারতীয় সেনার প্ররোচনামূলক পদক্ষেপই দায়ী বলে বৈঠকে রাজনাথ সিংহকে জানিয়েছেন ওয়েই। চীনা প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘চীন এক ইঞ্চি জমিও ছাড় দেবে না।’

 

আরও পড়ুন ::

Back to top button