গোপীবল্লভপুরে ইঞ্চি খানেকের দুর্গা গড়ে চমক শিক্ষকের
স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: রেজিন মেশানো পুট্টি দিয়ে ইঞ্চি খানেক উচ্চতার দুর্গা মূর্তি বানিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন গোপীবল্লভপুরের বাসিন্দা পেশায় শিক্ষক প্রসেনজিৎ প্রধান।
প্রসেনজিৎবাবু নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা এসসি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক। অবসরে বাতিল ও গৃহস্থালির জিনিসপত্র দিয়ে শিল্পকর্ম তৈরি তাঁর অন্যতম প্রধান শখ। প্রসেনজিৎবাবু জানালেন, রেজিন মেশানো এমসিল পুট্টি দিয়ে মূর্তি বানিয়েছেন তিনি।
আরও পড়ুন: দরিদ্রসেবায় ‘সেবাময়ী’ তনুকা সেনগুপ্ত-র উদ্যোগে মলিন মুখে খুশির মহাপঞ্চমী
হাত দিয়ে ও ছোট সূক্ষ্ম ছুরি দিয়ে মাত্র ঘন্টা দু’য়েক সময়ে মূর্তিটি বানিয়েছেন প্রসেনজিৎবাবু। তারপর রং করেছেন। মূর্তিটি এতটাই ছোট যে একটা দেশলাই বাক্সের মধ্যে অনায়াসে রাখা যাবে।
তিনি বলেন, “করোনা আবহে এবার মণ্ডপে-মণ্ডপে ঘোরায় দাঁড়ি পড়েছে। মহাষ্টমীর অঞ্জলিও অনিশ্চিত। তাই নিজের খেয়ালে বাড়িতে থাকা এমসিল দিয়ে করোনা মুক্তির প্রার্থনায় দুর্গতিনাশিনী গড়েছি।”