তার উড়োজাহাজের ডানায় ঝোলার কী-ই বা দরকার?
একটা আস্ত উড়োজাহাজ উড্ডয়নের অপেক্ষায় থেমে আছে। যাত্রীরা ঢুকে ভেতরে বসলে নির্দিষ্ট সময়ে রওনা হবে গন্তব্যে। অনেকে এসে পৌঁছেছেন, কেউ কেউ আসছিলেন। এর মধ্যে ঘটে গেছে এক অবাক করা কাণ্ড।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিমানবন্দরে থাকা আলাস্কা এয়ারলাইন্সের ওই উড়োজাহাজটির ডানায় উঠে পড়েছিলেন এক ব্যক্তি। বেশ কিছু সময় ধরে ডানার একেবারে মাথায় উঠে আরও হাতরাচ্ছিলেন তিনি; যেন শূন্যে যেতে চেয়েছিলেন।
সিএনএন বলছে, কীভাবে কীভাবে যেন লোকচক্ষুর আড়ালে ম্যাকারন আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার ঘটে গেছে এমন ঘটনা। পাইলটের নজরে আসে এই দৃশ্য। কীভাবে তিনি এত উঁচুতে উঠে পড়লেন এবং কী-ই বা এমন কাজ তার সেখানে থাকতে পারে তা নিয়ে চলছে সমালোচনা।
আরও পড়ুন: ‘রক্তপিপাসু এক রাজার হাজারখানেক সন্তান
স্থানীয় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছেন বিমানন্দরের মুখপাত্র জো রাজচেল।
এক যাত্রীর মোবাইল ফোনে করা ভিডিওতে দেখা গেছে, জুতা ও মোজা খুলছেন ওই যুবক। এরপর আস্তে আস্তে ডানায় উঠে পড়লেন তিনি। চেষ্টা করছেন আরও উপরে ওঠার। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।