করোনা রোগীদের পাশে আবারো শাহরুখ
এই গোটা করোনাকালেই নানাভাবে করোনা রোগীদের সাহায্য করেছে বলিউড কিং শাহরুখের বিভিন্ন প্রতিষ্ঠান। এবার দিল্লির করোনা রোগীদের চিকিত্সার জন্য ৫০০ রেমডেসিভির ইনজেকশন দান করেছেন শাহরুখ খান।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন, পাশাপাশি শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে সত্যেন্দ্র জৈন টুইটারে লিখেছেন, ‘শাহরুখ খানকে ধন্যবাদ প্রয়োজনের সময়ে ৫০০ রেমডেসিভির ইনজেকশন দেওয়ার জন্য। সংকটের সময়ে আপনার এই সমর্থনে আমরা কৃতজ্ঞ।’
আরও পড়ুন: হারানো দুল খুঁজে দিলেই পুরস্কৃত করবেন নায়িকা
সত্যেন্দ্র জৈনের টুইটের উত্তরে শাহরুখ লিখেছেন, ‘আমি সবসময়ই মানুষের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করেছি। দেশের এই সংকটকালে আমি আবারো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছি।’
উল্লেখ্য, এর আগে গত অক্টোবরে শাহরুখ খান স্বাস্থ্যকর্মীদের ২ হাজার পিস পিপিই দিয়ে সহায়তা করেছিলেন। এছাড়াও নভেম্বরে কেরালায় ২০ হাজার এন-৯৫ মাস্ক দিয়েছিলেন এ অভিনেতা।