ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সনের নেতৃত্বে প্রতিনিধি দল

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রামে রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সনের নেতৃত্বে প্রতিনিধি দল

ঝাড়গ্রাম: বাল্যবিবাহ রোধে ঝাড়গ্রামের জেলাশাসকের দফতরে বৈঠক করলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। ওই বৈঠকে ছিলেন নিয়তি মাহাতো সহ আয়োগের আরও তিন সদস্য। তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি সম্প্রতি আয়োগের সদস্য হয়েছেন।

শুক্রবার জেলা প্রশাসনের বিবেকানন্দ সভাঘরে আয়োজিত ওই বৈঠকে প্রশাসনের তরফে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) দীননারায়ণ ঘোষ, ভারপ্রাপ্ত জেলা সমাজকল্যাণ আধিকারিক প্রান্তিক ঘোষ, ডিএসপি (ডিআইবি) দীপক সরকার, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঞ্জয় চট্টোপাধ্যায় সহ পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা।

আরও পড়ুন : তকবির-কাণ্ডে ছত্রধরের নেতৃত্বে নজরকাড়া মৌন মিছিল

ঝাড়গ্রাম জেলায় নতুন করে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশনের কার্যালয় হয়েছে। শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির ভূমিকা নিয়ে এদিন আলোচনা হয়। বৈঠকের পরে অনন্যার নেতৃত্বে আয়োগের সদস্যরা ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ায় নিবেদিতা গ্রামীণ কর্মমন্দিরের হোম পরিদর্শন করেন।

তবে জেলায় বাল্যবিবাহের ঘটনা বাড়ছে বলে আয়োগের প্রতিনিধিদের কাছে উদ্বেগ প্রকাশ করেন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। যদিও প্রশাসনের দাবি, বাল্যবিবাহের সংখ্যা অনেকটাই কমেছে।

আরও পড়ুন ::

Back to top button