ঝাড়গ্রাম

পদ্মের সঙ্গ ছেড়ে আক্রান্ত তৃণমূল কর্মী, প্রতিবাদে ঘাসফুলের নজরকাড়া মিছিল

স্বপ্নীল মজুমদার

পদ্মের সঙ্গ ছেড়ে আক্রান্ত তৃণমূল কর্মী, প্রতিবাদে ঘাসফুলের নজরকাড়া মিছিল - West Bengal News 24

ঝাড়গ্রাম: গেরুয়া গড়ে ঘাসফুল! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরে এলাকায় গেরুয়া শিবিরের লোকজনকে তৃণমূলের দিকে টানছিলেন এক কর্মী।

তার তার জেরেই তাঁকে বিজেপির লোকজন মারধর করেন বলে অভিযোগ। দলীয় ওই কর্মীকে নিগ্রহের ঘটনার প্রতিবাদে এলাকায় মিছিল করলেন তৃণমূলের নেতা-কর্মীরা। সেই সঙ্গে কৃষি আইন নিয়ে বিজেপি-র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার উঠল কয়েক হাজার মানুষের মিছিলে।

শনিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণী অঞ্চলের ডোম ধোবাশোল থেকে ঠ্যাঙ্গামারা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তায় ওই মিছিলের শেষে পথসভা হয়। ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউৎ, ব্লক যুব তৃণমূলের সভাপতি পিন্টু মাহাতো, ব্লকের বঙ্গজননী নেত্রী মোনালিসা মাহাতো, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সদস্য ভাগবত মান্না, সাঁকরাইল ব্লক তৃণমূলের নেতা কাঞ্চন মাইতি, অঞ্চল সভাপতি মথুর মাহাতো সহ দলীয় নেতা-কর্মীরা।

আরও পড়ুন : বাংলার কৃষকরা ভাল আছেন: ফিরহাদ

গত অক্টোবরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ডোম-ধবাশোল গ্রামের রাজু বিন্দা। গত ১ জানুয়ারি রাজুকে তাঁর গ্রামেই বিজেপির লোকজন মারধর করে বলে অভিযোগ। সাঁকরাইল ব্লক যুব তৃণমূলের সভাপতি পিন্টু মাহাতো জানালেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরে সক্রিয় সংগঠক রাজু গেরুয়া শিবির ভাঙিয়ে লোকজনকে তৃণমূলে নিয়ে আসছিলেন।

এই কারণে বিজেপির লোকেরা তাঁকে মারধর করে। তারই প্রতিবাদে এবং কৃষি বিলের বিরুদ্ধে এদিন মিছিল ও পথসভা হয়।

আরও পড়ুন ::

Back to top button