জানা-অজানা

প্রাণীদের মাঝে বন্ধুত্বের কিছু অসাধারণ মূহূর্ত

প্রাণীদের মাঝে বন্ধুত্বের কিছু অসাধারণ মূহূর্ত - West Bengal News 24

বন্ধুত্ব কি শুধু মানুষের মাঝেই হয়? অন্য প্রাণীদের মাঝে কি দেখা যায় বন্ধুত্বের সুন্দর বাঁধন? হ্যাঁ যায়। প্রিয় পাঠক, আজকের ফিচারে আমরা দেখবো প্রাণীদের মাঝে দেখতে পাওয়া সেরকমই কিছু অদ্ভুত সুন্দর বন্ধুত্ব।

(১) প্রচ্ছদের ছবিতে ‘বাবল’ নামে একটি হাতি ও তার পিঠে একটি ল্যাব্রেডর প্রজাতির কুকুর ‘বেলা’কে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আফ্রিকার হাতির দাঁত চোরাচালানকারীদের কাছ থেকে উদ্ধার করে আমেরিকার একটি প্রাণী সংরক্ষণাগারে বাবলকে এনে রাখা হয়। সেখানে ‘বেলা’ নামের এ কুকুরটির সাথে গড়ে ওঠে তাদের বন্ধুত্ব।

প্রাণীদের মাঝে বন্ধুত্বের কিছু অসাধারণ মূহূর্ত - West Bengal News 24

(২) ম্যাবেল নামের এ মুরগীটি তার মালিকের বাড়ির ছোট ছোট কুকুরের বাচ্চাদেরকে তা দিয়ে রাখে যেন তাদের ঠাণ্ডা না লাগে। এটা সে তখনোই করে যখন কুকুরগুলোর মা কিছুক্ষণের জন্য বাইরে বের হয়!

প্রাণীদের মাঝে বন্ধুত্বের কিছু অসাধারণ মূহূর্ত - West Bengal News 24

(৩) আমেরিকার Busch Gardens এ বিআ নামে এ জিরাফ ও উইলমা নামের এ উটপাখিটির মাঝে রয়েছে চমৎকার বন্ধুত্ব।

প্রাণীদের মাঝে বন্ধুত্বের কিছু অসাধারণ মূহূর্ত - West Bengal News 24

(৪) দক্ষিণ পূর্ব জার্মানির একটি মাঠে খাবারের অভাবে মূমূর্ষু অবস্থায় মান্নি নামের এ ছোট শূকরটিকে বাড়িতে নিয়ে আসেন ডাহলহাউস পরিবার। সেখানে সেবাড়ির ক্যান্ডি নামের কুকুর ছানার সাথে পরিচয় ঘটে তার। জমে উঠে বন্ধুত্ব!

প্রাণীদের মাঝে বন্ধুত্বের কিছু অসাধারণ মূহূর্ত - West Bengal News 24

(৫) বিড়াল ও শেয়ালের এ অদ্ভুত বন্ধুত্বের দেখা হঠাৎ করেই পেয়ে যান একজন জেলে, যিনি তুরস্কের ভ্যান হ্রদে মাছ ধরছিলেন।

প্রাণীদের মাঝে বন্ধুত্বের কিছু অসাধারণ মূহূর্ত - West Bengal News 24

(৬) টর্ক নামের এ কুকুরটি শ্রেক নামে এ পেঁচাটির দেখাশোনার ভার নেয় যখন তার নিজের বয়স মাত্র ৬ মাস! আর এখন তাদের মাঝে গড়ে উঠেছে দুর্দান্ত বন্ধুত্ব!

প্রাণীদের মাঝে বন্ধুত্বের কিছু অসাধারণ মূহূর্ত - West Bengal News 24

(৭) সুরইয়া নামের এ ওরাং ওটান ও রোসকো নামের ব্লু টিক হাউন্ড প্রজাতির কুকুরের বন্ধুত্ব কিন্তু দেখার মতো…

প্রাণীদের মাঝে বন্ধুত্বের কিছু অসাধারণ মূহূর্ত - West Bengal News 24

(৮) এক হারিকেনে সাদা বাঘ দুটির মায়ের খাঁচা ভেসে যাওয়ায় তার বাচ্চা দুটিকে প্রাণী সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসেন চায়না ইয়র্ক। সেখানে তার সাথে তার পোষা শিম্পাঞ্জীও বাঘের বাচ্চা দুটির দেখাশোনার ভার তুলে নেয়।

প্রাণীদের মাঝে বন্ধুত্বের কিছু অসাধারণ মূহূর্ত - West Bengal News 24

(৯) চিতাবাঘটির নাম কাসি ও কুকুরটির নাম টানি।

প্রাণীদের মাঝে বন্ধুত্বের কিছু অসাধারণ মূহূর্ত - West Bengal News 24

(১০) বাঘটির নাম শের খান, ভালুকটির নাম ‘ভাল্লু’ ও সিংহটির নাম ‘লিও’। এদের তিনজনকেই একজন ওষুধ চোরাকারবারীর হাত থেকে উদ্ধার করা হয়, যে এ তিনটি প্রাণীকেই নির্মমভাবে প্রহার করছিল। এ তিন বন্ধুকে এখন আমেরিকার Noah’s Ark Animal Sanctuary তত্ত্বাবধানে রাখা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button