জাতীয়

৪ হাজারের গণ্ডী টপকে করোনার মৃত্যু মিছিল, আড়াই লাখের নিচে দৈনিক সংক্রমণ

৪ হাজারের গণ্ডী টপকে করোনার মৃত্যু মিছিল, আড়াই লাখের নিচে দৈনিক সংক্রমণ - West Bengal News 24

গোটা বিশ্বে করোনাভাইরাসের তাণ্ডব কিছুটা কমলেও ভারতজুড়ে এখনও ভয়ঙ্কর ছোবলে প্রাণ কেড়ে নিচ্ছে এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৪ হাজার ৪৫৫ জন, যা ভারতের মহামারীর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যু। এ নিয়ে দেশে ৩ লাখ ছাড়াল করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৩১৫ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৬৭ লক্ষ ৫২ হাজার ৪৪৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৪ জনের। এই বৃদ্ধির জেরে দেশে মোট মৃতের সংখ্যা হল ৩ লক্ষ ৩ হাজার ৭২০।

প্রাণহানির তালিকায় সবার শীর্ষে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই করোনায় মারা গেছেন ৮৯ হাজারের মতো মানুষ

পরের অবস্থানেই রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক ও রাজধানী নয়াদিল্লি। রবিবারও দেশটির দু’লাখ ২৩ হাজার মানুষের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস। মোট সংক্রমিত দুই কোটি ৬৭ লাখের বেশি।

আরও পড়ুন ::

Back to top button