জাতীয়

মৃত্যু ৪ হাজারের কম হলেও ২ লক্ষের উপরেই থাকল দেশের দৈনিক করোনা সংক্রমণ

মৃত্যু ৪ হাজারের কম হলেও ২ লক্ষের উপরেই থাকল দেশের দৈনিক করোনা সংক্রমণ - West Bengal News 24

ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বুধবারের থেকে এদিন প্রায় ৩ হাজার বাড়ল আক্রান্তের সংখ্যা। গত পরশু করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নিচে নেমে গেলেও পরপর দু’দিন ফের তা ২ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। তবে গতকালের তুলনায় এদিন মৃতের সংখ্যা কমেছে। গতকালের তুলনায় কমেছে সুস্থতার হারও।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন। বুধবারের তুলনায় আক্রান্তের সংখ্যা এদিন বেড়েছে। বুধবার ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন আক্রান্ত হয়েছিলেন। তবে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর দৈনিক আক্রান্তের সংখ্যা টপকে গিয়েছিল ৪ লক্ষের গণ্ডি।

সেদিক থেকে বর্তমান আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও বুধবারের চেয়ে বৃহস্পতিবার মৃতের সংখ্যা কমেছে। বুধবার মৃতের সংখ্যা পেরিয়েছিল ৪ হাজারের গণ্ডি। বুধবার যেখানে ৪ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছিল সেখানে বৃহস্পতিবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৭ জনের। গতকালের চেয়ে এদিন সুস্থতার হারও কমেছে।

বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন ২ লক্ষ ৯৫ হাজার ৯৫৫ জন। আর বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৮৩ হাজার ১৩৫ জন সুস্থ হয়েছেন। তবে দৈনিক আক্রান্তের থেকে এদিনও সুস্থতার সংখ্যা বেশি।

এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৩ লক্ষ ৬৯ হাজার ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা অবশ্য কমেছে। বুধবার দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ছিল ২৪ লক্ষ ৯৫ হাজার ৫৯১ জন। সেখানে গত ২৪ ঘণ্টায় দেশে অ্যাক্টিভ কেস রয়েছে ২৪ লক্ষ ১৯ হাজার ৯০৭ জন। গত কয়েকদিন ধরে দেশে সক্রিয় করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী রয়েছে।

এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৪৬ লক্ষ ৩৩ হাজার ৯৫১ জন। দেশের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ১৫ হাজার ২৩৫ জনের। মোট ২০ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৮৭৪ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।

সূত্র: কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button