ঝাড়গ্রাম

রামকৃষ্ণ মিশনের পাশে একলব্য স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরা

স্বপ্নীল মজুমদার

রামকৃষ্ণ মিশনের পাশে একলব্য স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরা - West Bengal News 24

ঝাড়গ্রাম: করোনা কালে মানুষের পাশে দাঁড়াতে রামকৃষ্ণ মিশনকে অর্থ সাহায্য করলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন বিদ্যমন্দিরের (একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়) শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।

মিশনের ঝাড়গ্রাম শাখার সম্পাদক স্বামী বেদপুরুষানন্দের হাতে ২২ হাজার ৬০২ টাকা তুলে দিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অক্ষয় মাহাতো। ছিলেন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরাও। মিশন পরিচালিত একলব্য স্কুলের শিক্ষক-শিক্ষিকারা জানাচ্ছেন, করোনা কালে মিশনের ঝাড়গ্রাম শাখার উদ্যোগে করোনা আক্রান্তদের বাড়িতে বিনামূল্যে খাবার পাঠানো হচ্ছে।

দরিদ্রদের দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। জেলার প্রত্যন্ত এলাকায় করোনা সচেতনতা শিবিরও করা হচ্ছে। এমন কাজে মিশনের পাশে দাঁড়াতে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সম্মিলিত এই উদ্যোগ।

২০১৬ সালে সরকারি একলব্য স্কুলের পরিচালনার ভার রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে দ্রুত এই আদিবাসী আবাসিক স্কুলটি সেরা স্কুলে পরিণত হয়েছে।

এর আগেও নানা সমাজসেবামূলক কাজে এগিয়ে এসেছেন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।

আরও পড়ুন ::

Back to top button