জাতীয়

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল বিএসএফ - West Bengal News 24

বিএসএফের বড়সড় সাফল্য। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার। বৃহস্পতিবার চৌকি শোভাপুর ৭৮ বাহিনীর জওয়ানরা ডিউতিরত অবস্থায় রাত সাড়ে এগারোটা নাগাদ লক্ষ্য করে কয়েকজন কাঁটাতার পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

তখনই ওই চোরাচালানকারীদের তাড়া করে বিএসএফের জওয়ানরা। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় ওই চোরাচালানকারীরা। তারপরই ওই এলাকা খতিয়ে দেখলে একটি ব্যাগ পাওয়া যায়। যার মধ্যে ২ হাজার ও ৫০০ টাকার ৫টি বান্ডিল উদ্ধার করে। যদিও সেগুলি জাল। তবে এত জাল নোট কী জন্য, কোথায় পাচার করা হচ্ছিল, উঠছে প্রশ্ন।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওই জাল নোটগুলিকে বৈষ্ণবনগর থানায় হস্তান্তর করা হয়। এই প্রসঙ্গে ৭৮ বাহিনীর ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার শ্রী বিশ্ববন্ধু বলেন, চোরাচালানীরা সর্বদা রাতের অন্ধকারের সুযোগ নেয়। তারা সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এই ধরণের পাচার করার চেষ্টা চালিয়ে যায়। তবে আমরা যে কোনও ধরণের পাচার রোধ করতে তত্‍পর। রাতের টহলও বাড়ানো হয়েছে। পাচার রুখতে আমরা বদ্ধপরিকর।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button