জাতীয়

টিকা না নিলে বেতন পাবেন না সরকারি কর্মচারীরা

টিকা না নিলে বেতন পাবেন না সরকারি কর্মচারীরা - West Bengal News 24

কোভিডের টিকা না নিলে পাবেন না বেতন। টিকা (COVID-19 Vaccination) নেওয়ার পর তার শংসাপত্র দেখালে তবেই মিলবে মাসের বেতন। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এমনই নিয়ম লাগু করল উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলা।

লখিমপুর খেরির জেলাশাসক অরবিন্দ কুমার চৌরাসিয়া বলেন, কোভিডের টিকা নিয়ে, সেই শংসা পত্র জমা দিতে হবে সরকারি কর্মচারীকে ( Government Employees)। তা না হলে, বাকি পড়ে থাকবে মাসের বেতন। ট্রেজারি দফতরকেও এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। টিকা না নিলে, সংশ্লিষ্ট কর্মচারীর বেতন যাতে না দেওয়া হয়, সে বিষয়ে নির্দেশ দেন জেলাশাসক।

এ বিষয়ে অরবিন্দ কুমার চৌরাসিয়া বলেন, কোভিডকে (Corona) যেন কেউ হালকাভাবে না নেন। সরকারি কর্মচারীরা প্রত্যহ সাধারণ মানুষের সংস্পর্শে আসছেন। কাজ করতে গিয়ে সরকারি কর্মচারীরা যাতে কোভিডের গ্রাসে না পড়েন, সেদিকে নজর রাখতেই ওই নির্দেশ জারি করা হয়েছে বলে জানান জেলাশাসক।

সূত্র : লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button