জাতীয়

মমতাকে আমন্ত্রণ সনিয়ার, ২০ অগস্ট বিরোধী নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক

Sonia Gandhi : মমতাকে আমন্ত্রণ সনিয়ার, ২০ অগস্ট বিরোধী নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক - West Bengal News 24

আগামী ২০ আগস্ট বিরোধী নেতৃত্বের সঙ্গে মেগা বৈঠকের ডাক দিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী। এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই ভার্চুয়াল বৈঠকে। এ ছাড়াও, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, এনসিপি প্রধান শরদ পওয়ার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও রয়েছেন তালিকায়।

অনলাইন এই বৈঠকের পর পরবর্তী সময় দিল্লিতে সামনাসামনি কোনো নৈশাহার কিংবা দ্বিপ্রাহরিক বৈঠকেও মিলিত হতে পারেন বিরোধীরা।

বুধবারই শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন। বিরোধীদের প্রতিবাদে কারণে এ বার আগেভাগেই শেষ করতে হয় অধিবেশন। ১৫টির বেশি বিরোধী দল এক যোগে প্রতিবাদে শামিল হয় কেন্দ্রের বিরুদ্ধে। সেই মেজাজকে অক্ষুণ্ণ রেখে সুর আরও চড়াতেই এই বৈঠক, মনে করছে ওয়াকিবহাল মহল।

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এগোতে চাইছে বিরোধীরা। এখন দেখার, সেই লড়াইয়ে কংগ্রেস নেতৃত্ব দেয় নাকি অন্য কোনও পরিকল্পনা সামনে আসে। সনিয়ার বৈঠক ও পরবর্তী বৈঠকগুলির মধ্যে দিয়েই বিরোধীদের পরিকল্পনার রূপরেখা স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে।

সূত্র : খবর অনলাইন

আরও পড়ুন ::

Back to top button