কলকাতা

এবার কয়লা পাচার কাণ্ডে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা

এবার কয়লা পাচার কাণ্ডে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা - West Bengal News 24

সাত সকালেই শহরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ED-র কর্তারা। চেতলার বাসিন্দা মিলন ঘোষ আবাসন ব্যবসায়ী বলেই এলাকায় পরিচিত। কয়লা কাণ্ডে শুধু ব্যবসায়ীই নয় ইডির নজরে রাজ্যের কয়েকজন আইপিএস অফিসারও।

ইডি সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডের অন্যতম কিংপিন বিনয় মিশ্রের টাকার একটা বড় অংশ খাটতো ওই আবাসন ব্যবসায়ীর একাধিক ব্যবসায়।কয়েক মাস আগে দক্ষিণ শহরতলির গড়িয়ার একটি আবাসনে বিশ্বজিৎ মালাকার নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা৷ তাঁর বাবা ইসিএল-এর কর্মী৷ কয়লা পাচার কাণ্ডে ওই ব্যবসায়ী এবং তাঁর বাবা যুক্ত বলেই অভিযোগ৷

অতীতেও বেশ কয়েকবার গণেশ বাগারিয়ার বাড়িতে হানা দিয়েছিল ED। কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির সঙ্গে ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে গণেশের বিরুদ্ধে। শুধু কয়লার ব্যবসা ছাড়াও লালার সঙ্গে বেশ কয়েকটি ব্যবসায় যুক্ত ছিল সে। আর কে কে এই কান্ডে যুক্ত,তা খতিয়ে দেখছে ED।

সুত্র : ক্যালকাটা নিউজ

আরও পড়ুন ::

Back to top button