কলকাতা

লাথি মেরে দরজা ভেঙে বিজেপি নেতা সজলকে গ্রেফতার করল পুলিশ! ‘বীর’ সাজছে পুলিশ, বললেন দিলীপ

Dilip Ghosh : লাথি মেরে দরজা ভেঙে বিজেপি নেতা সজলকে গ্রেফতার করল পুলিশ! ‘বীর’ সাজছে পুলিশ, বললেন দিলীপ - West Bengal News 24

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার মুচিপাড়া থানার পুলিশ বিজেপি নেতা সজল ঘোষের বাড়ির দরজায় লাথি মেরে, কার্যত দরজা ভেঙে গ্রেফতার করে তাকে। তার বিরুদ্ধে ইভটিজিং, অশান্তি পাকানো সহ নানা অভিযোগ রয়েছে। গোটা ঘটনায় সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত বিগত দিনে তৃণমূলেই ছিলেন সজল। ভোটের আগে তিনি বিজেপিতে নাম লেখান। বিজেপির দাবি, বিজেপিতে এসেছেন বলেই এখন সজলের বিরুদ্ধে পুলিশ এই ধরণের ব্যবস্থা নিচ্ছে।

শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘সজল ঘোষ এতদিন তৃণমূলে ছিলেন। ভোটের আগে তিনি বিজেপিতে এসেছেন। তাঁর ক্লাবও ছিল। আর আজ সেই ক্লাবটাই দুর্নীতির আখড়া হয়ে গেল। আজকে সজল ঘোষ সমাজবিরোধী হয়ে গেলেন। তাঁর সঙ্গে পুলিশ যেভাবে ট্রিটমেন্ট করছে কোনও সভ্য সমাজে এটা হয়। দরজা ভেঙে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে।

সে কী ওয়ান্টেড নাকি! পুলিশের যে চরিত্র দেখলাম, সরকারের যে রবাইয়া দেখলাম যদি কেউ কথা না শোনে, বিরোধিতা করে তবে তার ক্ষমা নেই, জীবন বরবাদ করে দেবে। গণতন্ত্র কোথায়? নাগরিকদের স্বাধীনতা কোথায়। পুলিশ টিএমসির ক্যাডারের মতো কাজ করছে। না হলে এধরনের কাজ করতে পারে না। আমাদের কর্মীরাও বিক্ষোভও দেখাচ্ছেন। মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’

আর ত্রিপুরায় তৃণমূলের যাওয়া প্রসঙ্গে তিনি বলেন,’ কয়েকজন নেতা গিয়ে জিতে যাবে? অসমে, ঝাড়খণ্ডে সব জায়গায় তো গিয়েছিলেন। বরঞ্চ উলটো অসম, ত্রিপুরা খালি হয়ে গিয়েছে। দেখুক স্বপ্ন দেখুক।’ পিএসি প্রসঙ্গে তিনি বলেন,’ প্রথম মিটিং হল সেখানে চেয়ারম্যান হিসাবে মুকুলবাবু নেই। এই ধরনের ড্রামা করার কী দরকার ছিল? ‘

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

আরও পড়ুন ::

Back to top button