আন্তর্জাতিক

না পালালে ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলিয়ে দিতো তালেবান: আশরাফ ঘানি (ভিডিও)

Ashraf Ghani : না পালালে ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলিয়ে দিতো তালেবান: আশরাফ ঘানি (ভিডিও) - West Bengal News 24

তালেবান বাহিনী গত রোববার কাবুল দখলে নেয়। ওইদিনই দেশ ছেড়ে পালান আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।

সেখান থেকে গতকাল বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় ঘানি বলেছেন, দেশে থাকলে হয় তাকে পিটিয়ে মেরে ফেলতো তালেবান। অন্যথায় সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লাহর মতো পরিণতি হতো তার। ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলিয়ে দিতো তালেবান।

আরো পড়ুন : উড়ন্ত বিমানের চাকা ধরে বেঁচে ছিলেন এক ভারতীয় যুবক

তিনি জানান, সেদিন প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে রুমে রুমে তাকে খুঁজেছে তালেবান সদস্যরা। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের সদস্যরা তাকে দেশ ছাড়ার জন্য চাপ দিতে থাকে। ফলে নিরাপত্তাজনিত কারণে সম্পদ এবং গোপন নথিপত্র ফেলে রেখেই তিনি কাবুল ছাড়তে বাধ্য হন।

চাপের মুখে দেশ ছাড়লেও আফগানিস্তানে ফেরার ইচ্ছার কথাও জানান আশরাফ ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্ট।

ভিডিও বার্তায় আশরাফ ঘানি আরও বলেন, ক্ষমতার লোভে কাবুলকে সিরিয়া বা ইয়েমেন হতে দেওয়া যাবে না। আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ওখানে থাকলে রক্তপাত ঘটতোই। হয় আমাকে পিটিয়ে মেরে ফেলতো তালিবান। নইলে আরেক প্রেসিডেন্টকে ল্যাম্পপোস্টে ঝুলতে দেখতেন আফগানবাসী।’

আমি শুধু দেশবাসীর শান্তির কথা ভেবে দেশত্যাগ করেছি। সঙ্গে কোনো টাকা-পয়সা আনিনি। এগুলো সব মিথ্যা প্রচারণা।

আরও পড়ুন ::

Back to top button