দক্ষিন দিনাজপুর

মেয়ের স্বপ্ন নার্স হওয়া, খরচ জোগাতে না পেরে আত্মহত্যা বাবার

মেয়ের স্বপ্ন নার্স হওয়া, খরচ জোগাতে না পেরে আত্মহত্যা বাবার - West Bengal News 24

মেয়ে ছোট থেকে পড়াশোনায় খুবই ভালো। তাই বড় হয়ে নার্স হওয়ার স্বপ্ন তার। সেই মতো উচ্চমাধমিক পরীক্ষার পর নার্সিংয়ের জন্য আবেদন করে টিকেও যায় সে।

কিন্তু মেয়ের পড়ার খরচ জোগাবেন কিভাবে? নার্সিং পড়তে তো অনেক খরচ। মেয়ের স্বপ্ন কিভাবে পূরণ করবেন, এই চিন্তা তাকে মানসিক অবসাদের দিকে নিয়ে যায়।

আর এতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বসেন বাবা রতন চৌধুরী (৪০)।

আরও পড়ুন : রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৬২৪, মৃত্যু হয়েছে ১৪ জনের

গতকাল শনিবার (১৬ অক্টোবর) দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এ ঘটনা ঘটে।

রতন চৌধুরী পেশায় একজন মুদি ব্যবসায়ী। বাড়িতে বৃদ্ধ বাবা-মা’সহ তার এক ছেলে ও এক মেয়ে আছে। ছেলে-মেয়েকে নিয়ে কোনওরকমে সংসার চালাতেন।

নিহতের এক আত্মীয় জানান, মেয়ের নার্সিংয়ের টাকা জোগাড় নিয়ে মানসিক অবসাদে ভুগছিল রতন। যার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

সূত্র: আমাদের ভারত

আরও পড়ুন ::

Back to top button