ক্রিকেট

বিশ্বকাপে ৪ বলে ৪ উইকেট! ডাবল হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন ক্যাম্ফার

Curtis Campher : বিশ্বকাপে ৪ বলে ৪ উইকেট! ডাবল হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন ক্যাম্ফার - West Bengal News 24

টি-টোয়েন্টি বিশ্বকাপের রাউন্ড ১, গ্রুপ বি’র ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস। এই ম্যাচেই চার বলে চার উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম তুললেন আইরিশ পেসার কার্টিস ক্যাম্ফার।

আবু ধাবিতে আয়োজিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল নেদারল্যান্ডস। দশমতম ওভারে বল করতে এসে সেই ইনিংসে ধ্বস নামিয়ে দেন আয়ারল্যান্ডের ডান হাতি পেসার কার্টিস ক্যাম্ফার। তার প্রথম শিকার কলিন একেরম্যান (১১)। এর পরের তিনবলে ক্যাম্ফার ফিরিয়েছেন রায়ান টেন ডাশকাটে (০), স্কট এডওয়ার্ডস (০), রুয়েলফ ভ্যান ডার মারউইকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় বোলার হিসাবে পরপর চার বলে চার উইকেট নিলেন ক্যাম্ফার। এর আগে শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ও আফগান স্পিনার রশিদ খান এই কৃতিত্বের মালিক ছিলেন।

আরও পড়ুন : বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন যুবরাজ সিংহ, পরে পেলেন অন্তর্বর্তী জামিন

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার চার বলে চার উইকেট নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়বার চার বলে চার উইকেট নেন শ্রীলঙ্কার ইয়র্কার কিং। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে চার বল চার উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন আফগান তারকা স্পিনার রশিদ খান।

২২ বছরের ক্যাম্ফার প্রথম আইরিশ বোলার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে চার ওভার বল করে ২৬ রানের বিনিময়ে চার উইকেট সংগ্রহ করেছেন এই মিডিয়াম পেসার। ক্যাম্ফারের দাপটেই ৫১-২ থেকে দশ ওভারের শেষে ৫১-৬ হয়ে যায় নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারের শেষে সব উইকেট হারিয়ে রায়ান টেন ডাশকাটেরা মাত্র ১০৬ রান তোলেন।

সূত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button