কলকাতা

পেট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে কলকাতাতেও সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল, দেখে নিন কোথায় কত মূল্য

Petrol-Diesel Prices : পেট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে কলকাতাতেও সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল, দেখে নিন কোথায় কত মূল্য - West Bengal News 24

জ্বালানির দাম লাগাতার বেড়েই চলেছে। পেট্রোল আগেই সেঞ্চুরি করেছিল। এবার ডিজেলও সেঞ্চুরি হাঁকাল। মঙ্গলবার রাত ১২টার পর থেকে কলকাতায় এক লিটার ডিজেলের দাম ছাড়াল ৯৮ টাকার গণ্ডি।

মাঝে একদিন বিরতি দিয়েছিল। তার পর মঙ্গলবার রাত ১২টার পর ফের বাড়ল জ্বালানির দাম। অন্তত ৩৫ পয়সা করে। কলকাতায় আজ এক লিটার পেট্রলের দাম ৩৪ পয়সা বেড়ে হল ১০৬.৭৭ টাকা। ডিজেলের মূল্য বেড়ে হল ৯৮.০৩ টাকা। এবার সেঞ্চুরি করা সময়ের অপেক্ষা।

আরও পড়ুন : বৃষ্টি-বন্যায় ত্রাহি দশা উত্তরাখণ্ডে, মৃত বেড়ে ৪৬, বন্যার পর এবার নামল ধ্বস

বাকি মেট্রো শহরেও একই হাল। দিল্লিতে কলকাতার তুলনায় জ্বালানির দাম কম থাকলেও মুম্বইতে আগুন। দিল্লিতে এক লিটার পেট্রলের দাম ৩৫ পয়সা বেড়ে হল ১০৬.১৯ টাকা। এক লিটার ডিজেলের দাম ৯৪.৯২ টাকা। এদিকে মুম্বইতে পেট্রোল, ডিজেল সবই সেঞ্চুরি করেছে। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১২.১১ টাকা এবং ১০২.৮৯ টাকা। চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০৩.৩১ টাকা। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৯.২৬ টাকা। বলা যায় সেঞ্চুরির দোরগোড়ায়।

চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে বিপুল। গত তিন বছরের মধ্যে তা সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবেই ভারতেও লাগাতার বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এর ফলে দাম বাড়ছে আনুষঙ্গিক জিনিসপত্রেরও। সবজি, ফলের বাজারে আগুন। কারণ সবেরই পরিবহন মূল্য বেড়ে যাচ্ছে।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button