আন্তর্জাতিক

ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল জার্মানি

Omicron Variant : ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল জার্মানি - West Bengal News 24

করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে জার্মানিতে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, মৃত ওই ব্যক্তির বয়স ৬০ থেকে ৭৯ বছরের মধ্যে। বৃহস্পতিবার দেশটির রবার্ট কচ ইনস্টিটিউট ফর ইনফেকশাস ডিজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : শত কোটি টাকা ঘুষ দিয়েও পরকীয়া গোপন করতে পারেননি রাজকুমারী!

গত বুধবার জার্মানিতে নতুন করে ৮১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত এই ধরনে ৩ হাজার ১৯৮ জন আক্রান্ত হলেন।

ওমিক্রনের দাপটে জার্মানিতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে বিধিনিষেধ ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটি। ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে ১০ জনের বেশি লোক ব্যক্তিগত কাজে একত্র হতে পারবেন না। বন্ধ থাকবে নৈশক্লাবগুলো। একই দিন থেকে ফুটবল খেলা দেখতে মাঠে যেতে পারবেন না দর্শকেরা।

আরও পড়ুন ::

Back to top button