ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম পুরভোটে তৃণমূল প্রার্থীর হাইটেক-প্রচার

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রাম পুরভোটে তৃণমূল প্রার্থীর হাইটেক-প্রচার - West Bengal News 24

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের জনবহুল এলাকা পাঁচ মাথার মোড়ে হাইটেক প্রচার শুরু করলেন ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অজিত মাহাতো।

বুধবার সন্ধ্যায় এলইডি পর্দায় করোনা কালে অজিতের নেতৃত্বে শহর কোভিড যোদ্ধা টিমের পরিষেবা দানের কাজকর্মের ভিডিয়ো দেখানো হয়। ওই ভিডিয়ো প্রচার চিত্রের আবহে বাজা‌নো হয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা গান। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত অজিতের সামাজিক কাজকর্মের ক্লিপিংসও দেখানো হয়।

আরও পড়ুন :: ‘প্রেমিকাকে’ না জানিয়ে বিয়ে করতে গিয়ে আটক বর

‘মানুষের পাশে’ অজিত কিভাবে থাকেন সেটাই ওই ভিডিয়ো চিত্রের মূল বিষয় ছিল। ওই প্রদর্শনের সময়ে নিজে হাজির ছিলেন অজিত। তিনি বলেন, ‘‘মানুষের পাশে কিভাবে সব সময়ে থাকি, সেটাই ভোটারদের কাছে তুলে ধরেছি।’’

১০ নম্বর ওয়ার্ডে বামেদের প্রার্থী সিপিআইয়ের প্রতীক মৈত্র করোনা কালে শ্রমজীবী ক্যান্টিন ও রেড ভলান্টিয়ারদের কর্মসূচির নেতৃত্বে ছিলেন। অজিতও করোনা কালে পরিষেবা দানের কাজ করেছিলেন।

ভোটের ঠিক আগে অজিতের সামাজিক কাজের হাইটেক প্রচার তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন ::

Back to top button