ঝাড়গ্রাম
রামনবমীর দিনে ঝাড়গ্রামে ৩১ বজরংবলীর মূর্তি উন্মোচন করলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি
স্বপ্নীল মজুমদার
ঝাড়গ্রাম: রামনবমীর দিনে বজরংবলীর ৩১ ফুট উঁচু মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন হল। রবিবার ঝাড়গ্রাম শহরের ৮ নম্বর ওয়ার্ডের বামদা এলাকায় মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাহাতো, জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ষড়ঙ্গী, শহর তৃণমূলের নেতা অশোক মহাপাত্র, আইনজীবী কৌশিক সিংহা প্রমুখ। স্থানীয় শিবকালী বজবংবলী নাগা আশ্রমের উদ্যোগে এলাকাবাসী ও ভক্তদের দানে সিমেন্টের মূর্তিটি তৈরি করা হয়েছে।
এদিন আশ্রমের সন্ন্যাসী কমল গিরি ও রাখাল নস্করের প্রশংসা করে মৎস্যমন্ত্রী বলেন, ‘‘শুভদিনে পবননন্দনের এই মূর্তি উন্মোচন করতে পেরে ভীষণ ভাল লাগছে। দুই সাধুবাবার উদ্যোগ প্রশংসনীয়।’’
মূর্তি উন্মোচন উপলক্ষে এদিন কয়েক হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হয়। ছিল ভক্তিমার্গের অনুষ্ঠানও।
মন্তব্য করুন ..