ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলার প্রথম উইনার্স টিম বেলপাহাড়িতে

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রাম জেলার প্রথম উইনার্স টিম বেলপাহাড়িতে

বেলপাহাড়ি: রাজ্যের মধ্যে গ্রামীণ এলাকায় মহিলা পুলিশের প্রথম উইনার্স টিম গঠন হল ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে। বুধবার বিকেলে বেলপাহাড়ি থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উইনার্স টিমের আনুষ্ঠানিক সূচনা করেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা।

তিনি বলেন, ‘‘২০১৭ সালে কলকাতা পুলিশে প্রথম এই বাহিনী তৈরি হয়। তারপরে রাজ্যের বিভিন্ন শহুরে এলাকায় উইনার্স টিম গঠিত হয়েছে। রাজ্যের মধ্যে গ্রামীণ এলাকায় প্রথম উইনার্স টিম তৈরি হল বেলপাহাড়িতে। পুলিশ সুপার বলেন, ‘‘জেলার বিভিন্ন এলাকার ১২ জন মহিলা পুলিশ কর্মীকে নিয়ে এই বাহিনী তৈরি হয়েছে।

ঝাড়গ্রাম জেলার প্রথম উইনার্স টিম বেলপাহাড়িতে

মূলত নারী সুরক্ষায় টহলদারির কাজ করবেন তাঁরা। বাহিনীর সদস্যদের আত্মরক্ষার প্রশিক্ষণও দেওয়া হবে।’’ পুলিশ সুপারের কথায়, জেলার মধ্যে সবচেয়ে বেশি পর্যটক আসেন বেলপাহাড়িতে। পর্যটকদের সুরক্ষায় টহলদারিও করবেন বাহিনীর সদস্যরা। পুলিশ সূত্রের খবর, দশটি স্কুটিতে সাদা হেলমেট পরে এলাকায় টহল দেবে উইনার্স টিমের ১২ জন। তাঁদের কালো পোশাক। চোখে অ্যাভিয়েটর রোদ চশমা। সঙ্গে ফাইবার স্টিক। ইউটিজিং রুখতেও নজরদারি করবেন বাহিনীর সদস্যরা।

ঝাড়গ্রাম জেলার প্রথম উইনার্স টিম বেলপাহাড়িতে

এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পরে পতাকা নেড়ে স্কুটিতে মহিলা পুলিশ কর্মীদের প্রারম্ভিক টহলের সূচনা করেন জেলা পুলিশ সুপার। প্রসঙ্গত, গত মাসে জেলায় প্রশাসনিক বৈঠকে এসে বেলপাহাড়িতে উইনার্স টিম গঠনের জন্য পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝাড়গ্রাম জেলার প্রথম উইনার্স টিম বেলপাহাড়িতে

এদিন অনুষ্ঠানে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ, বিডিও (বেলপাহাড়ি) বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এসডিপিও (বেলপাহাড়ি) উত্তম গরাঁইন, বেলপাহাড়ি থানার আইসি বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন ::

Back to top button