Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রূপচর্চা

চুলের যত্নে মাধুরীর এই টোটকা কাজে লাগবেই

চুলের যত্নে মাধুরীর এই টোটকা কাজে লাগবেই

‘তেজাব’-এর পর কেটে গিয়েছে অনেকগুলি বছর। এখনও মাধুরীর মোহিনী ‘আদা’-য় বুঁদ সমগ্র ভারতবর্ষ। মাধুরী ম্যাজিক চলেছে ওটিটিতেও। ‘দ্য ফেম গেম’ ওয়েব সিরিজে ‘অনামিকা’ মাধুরী অনবদ্য।

চল্লিশ কবেই পেরিয়ে গিয়েছেন। তবু এখনও আগের মতোই সুন্দরী মাধুরী। ক্রমশ তাঁর সৌন্দর্য যেন বেড়ে চলেছে। বহুদিন হল একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করেছেন মাধুরী। সেখানে অধিকাংশ সময় তাঁকে মারাঠি ভাষায় কথা বলতে শোনা যায়। এই চ্যানেলে এবার মাধুরী জানালেন, তাঁর লম্বা, ঘন, কালো চুলের সিক্রেট।

আরও পড়ুন :: যেভাবে ওষুধ ছাড়াই কমাবেন মাইগ্রেনের ব্যথা!

মাধুরী জানিয়েছেন, তিনি ঘরোয়া উপায়ে তৈরি একটি হেয়ার অয়েল ব্যবহার করেন তাঁর চুলের পরিচর্যার জন্য। এই হেয়ার অয়েলটি নারকেল তেল, কারিপাতা, পেঁয়াজ কুচি ও মেথি বীজের সংমিশ্রণ। এই সবকটি উপকরণ একসাথে মিশিয়ে একটি পাত্রে নিয়ে গ্যাসে বসিয়ে দেওয়ার পর যখন মিশ্রণটি ফুটে উঠবে, তখন তা ছেঁকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর কাঁচের বোতলে ভরতে হবে। এরপর বেশ কিছুদিন অবধি এই তেল ব্যবহার করা যায়।

আরও পড়ুন ::

Back to top button