Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

জাপানে বানরের তাণ্ডবে বাসিন্দারা আতঙ্কিত, পুলিশের বিশেষ ব্যবস্থা

জাপানে বানরের তাণ্ডবে বাসিন্দারা আতঙ্কিত, পুলিশের বিশেষ ব্যবস্থা

জাপানে একের পর এক বানরের হামলা চলছেই। এতে আতঙ্কিত হয়ে জনজীবনে প্রভাব পড়তে শুরু করেছে। ফলে বাধ্য হয়েই ‘ট্রাংকুলাইজার গান’ হাতে তুলে নিচ্ছে দেশটির পুলিশ, যাতে করে ঝাকে ঝাকে বানরের আক্রমণ প্রতিহত করা যায়। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে শুধু ইয়ামাগুচি শহরেই অন্তত ৪২ জন বানরের হামলায় আহত হয়েছেন। তাদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও আছেন। এই হামলাগুলো চালিয়েছে জাপানিজ ম্যাকাকস প্রজাতির বানর। তবে হঠাত কি কারণে তারা মানুষের উপরে হামলা চালাতে শুরু করেছে তা জানা যাচ্ছে না। সমগ্র জাপানজুড়েই এই বানর রয়েছে এবং তারা সাধারণত শান্ত প্রকৃতির।

এ নিয়ে শহরটির এক কর্মকর্তা বলেন, এতো কম সময়ে এরকম একের পর এক হামলা খুবই বিরল। তাই এখন এসব আক্রমণকারী বানরকে আটকের চেষ্টা করছে পুলিশ। কিন্তু তাতেও ব্যর্থ হচ্ছে তারা।

যেসব ফাঁদ ফেলা হচ্ছে, তাতে ধরা দিচ্ছে না বানর। পুলিশ এখন সেখানে টহল দিতে শুরু করেছে। তারা নিশ্চিত নয়, বানরের একটি গোষ্ঠিই এরকম ‘সন্ত্রাসী’ আচরণ করছে, না সকল বানরই এতে যুক্ত।

আরও পড়ুন ::

Back to top button