বলিউড

ভারতে ‘লাল সিং চাড্ডা’ চলতে দেব না! হুমকি সনাতন রক্ষক সেনার

Aamir Khan - Laal Singh Chaddha : ভারতে ‘লাল সিং চাড্ডা’ চলতে দেব না! হুমকি সনাতন রক্ষক সেনার - West Bengal News 24

আরও একবার বলিউড ছবি নিয়ে ফতোয়া দিল এক ডানপন্থী সংগঠন।

এবার সনাতন রক্ষক সেনার নিশানায় আমির খানের ‘লাল সিং চাড্ডা’। তারা হুমকি দিয়ে জানিয়েছে, ভারতে এই ছবি চলতে দেবে না। এর আগেও অবশ্য একাধিক বিতর্কের মুখে পড়েছিল ছবিটি।

এবার ভারতে ‘লাল সিং চাড্ডা’ চলতে না দেওয়ার দাবিতে উত্তরপ্রদেশে বিক্ষোভ দেখাল সনাতন রক্ষক সেনা। এই ছবিতে নাকি এক জায়গায় হিন্দু দেবদেবীদের উপহাস করেছেন আমির খান। আমির খান তো বটেই, ছবির পরিচালক অদ্বৈত চৌহানের বিরুদ্ধেও উঠল স্লোগান। উত্তরপ্রদেশের ভেলুরপুরের আইপি বিজয়া মলের বাইরে হল এই বিক্ষোভ প্রদর্শন।

হিন্দুত্ববাদী সংগঠনের তরফে বার্তা দেওয়া হল, ‘আমরা, সমস্ত সনাতনীরা এই ছবি দেশে চলতে দেব না।’ এই সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রপ্রকাশ সিং এবং সহ সভাপতি অরুণ পাণ্ডে এর আগে দাবি করেছিলেন, অভিনেতা আমির খান আসলে সনাতন ধর্মের পরিপন্থী এবং লাল সিং চাড্ডায় হিন্দু দেবদেবীদের উপহাস করেছেন। দলের তরফে এও বলা হয়েছে, তাঁরা মানুষের দোরে দোরে গিয়ে আমির খানের এই ছবি বয়কট করার আর্জি জানাবেন। উত্তরপ্রদেশে যাতে এই ছবি নিষিদ্ধ করা হয় তার জন্য যোগী আদিত্যনাথকেও অনুরোধ করবেন।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button