বিচিত্রতা
টয়লেট করেও অর্থ আয় করা যায়! (দেখুন ভিডিও)
টয়লেট ব্যবহার করেও অর্থ আয় করা সম্ভব। এমন ভাবনার জানান দিয়েছেন কোরিয়ার উলসন ন্যাশনাল ইনিস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির একজন অধ্যাপক। ইকো ফ্রেন্ডলি এই টয়লেটটির নামকরণ করা হয়েছে বিভি।
এটি জল সংরক্ষণ করে এবং ভূগর্ভস্থ ট্যাঙ্কে মলমূত্র পাঠিয়ে দেয়। যা পরবর্তীতে মিথেন গ্যাস উৎপন্ন করে। নবায়নযোগ্য এই শক্তি বিশ্ববিদ্যালয়ের গ্যাস স্টোভ জ্বলা এবং বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। মলমূত্রের অবশিষ্ট অংশ ক্যাম্পাসের বাগানের সার হিসেবে ব্যবহার করা হয়।
ক্যাম্পাসে তিনটি টয়লেট স্থাপন করা হয়েছে যা শুধুমাত্র শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে। যারা এই টয়লেট ব্যবহার করেন তারা ডিজিটাল কারেন্সিতে অর্থ পেয়ে থাকেন। যা দিয়ে তারা ১০ ক্যাম্পাস স্টোর থেকে কেনাকাটা করতে পারেন। শিক্ষার্থীদের শুধু কিউআর কোড দিয়ে স্ক্যান করতে হয়।