রাজনীতিতে তাঁর প্রবেশ করা এবং নিজের দলের ঘোষণা করার পর থেকেই কূটনৈতিক মহলে জল্পনার শেষ নেই। আর এরইমধ্যে প্রশ্ন উঠেছে, প্রশান্ত কিশোর কি নির্বাচনে লড়বেন? সেই প্রশ্ন নিয়েই মুখ খুললেন পিকে। দিলেন তাঁর স্পষ্ট জবাব।
তিনি ভোটে দাঁড়াচ্ছেন না। কিন্তু বিহারের মানুষের জন্য ‘ভাল বিকল্প’ খোঁজার কাজ চালিয়ে যেতে চান। স্পষ্ট করে দিলেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর।
সাম্প্রতিক কালে নীতীশ কুমারকে লাগাতার আক্রমণ শানিয়েছেন একদা তাঁরই ছায়াসঙ্গী পিকে। পাল্টা পিকেকে ধান্দাবাজ বলে আক্রমণ করেছে জেডিইউ। জবাবে পিকে প্রশ্ন ছুড়ে বলেন, ‘‘জেডিইউয়ের যে নেতারা আমাকে ধান্দাবাজ বলছেন, তাঁদের কাছে আমার বিনীত প্রশ্ন, আপনারা নীতীশজিকে জিজ্ঞেস করুন, দু’বছর ধরে তিনি আমাকে তাঁরই বাসভবনে থাকতে দিয়েছিলেন কেন?’’ তার পরই তিনি বলেন, ‘‘আমি কেন ভোটে লড়তে যাব? আমার তেমন কোনও ইচ্ছে নেই।’’
শাসকদল জেডিইউ নেতাদের নিশানা করে পিকে আরও বলেন, “আমি নিজের জন্য একটি স্বাধীন কোর্স নির্ধারণ করেছি। তাই তিনি এবং তাঁর দালালরা আমার উপর অসন্তুষ্ট। জেডি(ইউ) নেতারা আমাকে তিরস্কার করতে পছন্দ করেন।