নজর পঞ্চায়েত নির্বাচন। আর সেই লক্ষ্যেই আজ, সোমবার বঙ্গ বিজেপি ফের সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছে। বিকেল পাঁচটায় দলের হেস্টিংস কার্যালয়ে বৈঠক শুরু হওয়ার কথা।
এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়-সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের।
গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, কাদের প্রার্থী করা হবে, এই ধরণের একাধিক বিষয় বৈঠকে আলোচনা হতে পারে।
অর্থাৎ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠন সাজাতে কোমর বেঁধে মাঠে নেমেছে গেরুয়া শিবির। এর পাশাপাশি পঞ্চায়েত স্তরে ইস্যুভিত্তিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে বিজেপি।
পঞ্চায়েত নির্বাচনের আর খুব বেশিদিন বাকি নেই। এরই মধ্যে একের পর এক দুর্নীতি মামলার কারণে অস্বস্তিতে শাসক শিবির। এই আবহে শাসকদলকে কোনঠাসা করতে কোমর বেঁধে নেমেছে বিরোধীরাও।
তবে ভোট প্রস্তুতিতে যাতে কোনও খামতি না থাকে, তার জন্যই আগেভাগেই পরিকল্পনা করছে বঙ্গ বিজেপিও। এমনটাই অনুমান রাজনৈতিক মহলের একাংশের।