রাজ্য

কুয়াশা ও শৈত্য প্রবাহের দাপটে জারি শীতের আমেজ, জানিয়েছে আবহাওয়া দপ্তর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কুয়াশা ও শৈত্য প্রবাহের দাপটে জারি শীতের আমেজ, জানিয়েছে আবহাওয়া দপ্তর

জানুয়ারির শুরু থেকেই জমিয়ে ব্যাটিং শুরু করেছে শীত (Winter) । কুয়াশা ও শৈত্যপ্রবাহের জেরে প্রবল শীতের প্রকোপ জারি থাকবে , এমনটাই জানিয়েছে ভারতীয় মৌসুম বিভাগ। ৩- ৬ জানুয়ারি শৈত্যপ্রবাহের অ্যালার্ট জারি রয়েছে৷ এর জেরে বিহার ,পাঞ্জাব, দিল্লি-র মতো একাধিক রাজ্যে ৭ জানুয়ারি অবধি স্কুল বন্ধ রাখা হচ্ছে৷

আবহাওয়া (Weather) দপ্তর সূত্রে খবর ,আগামী তিন দিন এরকমই থাকবে আবহাওয়া (Weather)। বিক্ষিপ্তভাবে সকালের দিকে কুয়াশা হলেও, পরে কোথাও আংশিক মেঘলা আবার কোথাও পরিষ্কার আকাশ। কলকাতায় বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। শনি-রবিবারের মধ্যে ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা (Temparature)। জেলার তাপমাত্রা আরও তিন চার ডিগ্রি নীচে থাকবে। মালদহ , কোচবিহার , উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে।

আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ , পশ্চিমবঙ্গ , সিকিম ,উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ,পুদুচেরির দু’এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহারে আগামী ৫ দিনে প্রবল কুয়াশার সম্ভাবন। উত্তরাখণ্ড , হিমাচল প্রদেশ, পূর্ব রাজস্থান সহ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অসম ,ত্রিপুরাতেও আগামী ২-৩ দিনে কুয়াশা থাকবে।

আরও পড়ুন ::

Back to top button