মারাত্মক আকারে ছড়াচ্ছে, অ্যাডিনো ভাইরাস নিয়ে বিশেষ বৈঠক কলকাতা পুরসভায়
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
বর্তমানে কলকাতার বেশিরভাগ হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে (Adino Virus) আক্রান্ত হয়ে ভর্তি আছেন শিশুরা। বিশেষ করে দুবছর থেকে পাঁচ বছর বয়সি শিশুদের অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত বেশি হয়েছে।
অ্যাডিনো ভাইরাস নিয়ে বিশেষ বৈঠক কলকাতা পুরসভায়। পরিস্থিতি মোকাবেলায় রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের (Atin Ghosh) নেতৃত্বে বৈঠক হয়।
কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) স্বাস্থ্য কেন্দ্রগুলির উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কলকাতায় বাড়িতে বাড়িতে বাচ্চাদের জ্বর কেমন রয়েছে তা ক্ষতিয়ে দেখতে স্বাস্থ্য কর্মীদের বিশেষ নজর দিতে বলা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন কলকাতা পুরসভার স্বাস্থ্য কর্মীরা।
ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ (Atin Ghosh) জানান, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। অতীন ঘোষ (Atin Ghosh) আরও জানান যে, যেটুকু তথ্য কলকাতা পুরসভার কাছে রয়েছে, তাতে দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এস এম সি ইউ প্রায় ভর্তি হয়ে গিয়েছে।