Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

মেঘালয়ে এগোচ্ছে তৃণমূল, কটা আসন পাবে তৃণমূল কংগ্রেস? সেই প্রশ্নই জোর চর্চায় রাজনৈতিক মহলে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মেঘালয়ে এগোচ্ছে তৃণমূল, কটা আসন পাবে তৃণমূল কংগ্রেস? সেই প্রশ্নই জোর চর্চায় রাজনৈতিক মহলে

উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে সকাল থেকেই সরগরম কেন্দ্রীয় রাজনীতি। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। গণনা শুরু হতেই প্রাথমিক যে ট্রেন্ড সামনে এসেছে, তাতে মেঘালয়ে বেশ ভালই ফল করছে তৃণমূল কংগ্রেস।

শেষ পাওয়া খবর অনুযায়ী , ১৯টি আসনে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল। বিশেষত , গারো হিলসের বেশিরভাগ আসনেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। শাসক দল NPP এগিয়ে রয়েছে ১২ টি আসনে। বিজেপি এবং কংগ্রেস দুজনেই এগিয়ে ৭ টি করে আসনে।

মুকুল সাংমার নেতৃত্বে একাধিক নেতা তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছে। মুকুল সাংমাকে মুখ্যমন্ত্রী মুখ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। মেঘালয়ের একাধিক জেলায় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা বেড়েছে তেমনটাই দাবি করছে তৃণমূলে শীর্ষ নেতৃত্ব।

তাঁকে মাথায় রেখেই ৫৬ টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। যার মধ্যে মুকুল সাংমা নিজেই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেঘালয় বিধানসভা নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল কংগ্রেস ? আপাতত সেই প্রশ্নই জোর চর্চায় রাজনৈতিক মহলে।

তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বাড়াতে একাধিক সভা করেছেন খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisherk Banerjee)। মেঘালয় বিভিন্ন প্রান্তে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেস মেঘালয় সরকার গঠন করবে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এক্সিট পোল অন্য কথা বলছে। তবে এক্সিট পোলের সমীক্ষায় গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

অন্যদিকে, নির্বাচনের গণনা দিনই মেঘালয় পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ী বিধায়কদের সংবর্ধনা জানানোর পাশাপাশি একাধিক কর্মসূচি নিয়ে মেঘালয় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisherk Banerjee)। আগামী দিনে মেঘালয়ের তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে ? তা জানা যাবে।

আরও পড়ুন ::

Back to top button