বর্ধমান

মহার্ঘ্য ভাতার দাবিতে ধর্মঘটে সামিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বামপন্থী কর্মচারী ইউনিয়ন

দীপন চ্যাটাজী

মহার্ঘ্য ভাতার দাবিতে ধর্মঘটে সামিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বামপন্থী কর্মচারী ইউনিয়ন

শিক্ষক নিয়োগের একের পর এক দুর্নীতি নিয়ে এমনিতেই ব্যাকফুটে রাজ্য সরকার। তার উপর গোদের উপর বিষফোঁড়ার মতো হয়ে উঠেছে সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ্য ভাতা নিয়ে আন্দোলন।মহার্ঘ্য ভাতার দাবিতে আজ প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

সেই ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারও। যদিও রাজ্যের হুঁশিয়ারিতে সরকারি কর্মীদের ‘ভয়’ না পাওয়ার পরামর্শ দিয়েছে বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। ওই সংগঠনের নেতাদের দাবি, রাজ্য যে নির্দেশিকা জারি করেছে, তা পুরোপুরি বেআইনি। ধর্মঘটে সামিল হলেও রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দেখা গেলো ঠিক এরকমই দৃশ্য। কার্যত ফাঁকা বিশ্ববিদ্যালয়।যদিও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারি ইউনিয়ন তৃণমূল কংগ্রেসের হাতে। তবে ডিএ দাবিতে মমতা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন তারাও। তৃ়ণমূলপন্থী সংগঠন সরাসরি ধর্মঘটে নামেনি।

অন্য দিকে বাম ও কংগ্রেসপন্থীরা ধর্মঘট করছেন। ডিএর দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের ৪০ টি বেশি সংগঠন।ধর্মঘট সফল করতে নাছোড়বান্দা সরকারি কর্মীরা। এদিন ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকারও। অনুপস্থিত থাকলে কর্মজীবনে ছেদ পড়বে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শ্রমিক সংগঠনের দাবি,তারা ধর্মঘট করবেন। তাদের অধিকার থেকে কোনো মতেই তারা সরবেন না।তারা নিজেদের নায্য অধিকারের জন্য লড়ছেন সরকারের কোনো ধমকানিতে তারা ভয় পাবেন না।

আরও পড়ুন ::

Back to top button