বর্ধমান

বির্তকে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, প্রাথমিক শিক্ষক নিয়োগের রেকমেন্ডেশন লেটার ফাঁস

বির্তকে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, প্রাথমিক শিক্ষক নিয়োগের রেকমেন্ডেশন লেটার ফাঁস

আবার বির্তক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে। এবার বিতর্কে জড়ালেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক ।

পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক ১১ জনের নাম প্রাথমিকের চাকরির জন্য সুপারিশ করেন বলে অভিযোগ । তাঁর প্যাডে লেখা একটি চিঠি ভাইরাল হয়েছে । এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ।

১১ জন ছেলেমেয়েকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ব্যবস্থা করে দেওয়ার আবেদন করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশীথ মালিক।

বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, ‘আমার এ বিষয়ে কিছু জানা নেই, জানতে পারলে বলতে পারবো । আমি এরকম কোনো রেকমেন্ডেশন লেটার পাঠাইনি। কারা এরকম কাজ করেছে সেই বিষয়ে তদন্ত চলছে।

বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ”আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই যে কত টাকার বিনিময়ে তিনি এই চুক্তি করেছিলেন ? কত টাকার বিনিময়ে এই চাকরি বিক্রি করা হয়েছে ? এটা শুধু আমরা নয় সাধারণ মানুষ জানতে চাইছে যে যুবক যুবতীদের ভবিষ্যত্‍ কারা নষ্ট করেছে ? এর ফলে যাদের প্রকৃতই চাকরি পাওয়ার ছিল, তাঁরা যে চাকরি পাননি সেটা আজ পরিষ্কার হয়ে গেল ।”

আরও পড়ুন ::

Back to top button