Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রযুক্তি

মোদীর হাত ধরে ভারতে ৬জি নেটওয়ার্ক পরিষেবা পরীক্ষার শুভ উদ্বোধন হতে চলেছে

মোদীর হাত ধরে ভারতে ৬জি নেটওয়ার্ক পরিষেবা পরীক্ষার শুভ উদ্বোধন হতে চলেছে

কিছুদিন আগেই দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষার পর ভারতে চালু হয় ৫জি পরিষেবা।অবশেষে ভারতও 5G সার্ভিস প্রদানকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু এতেও থেমে নেই ভারত আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে একটি নতুন ‘ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন’ বা আইটিইউ এরিয়া অফিস উদ্বোধন করবেন। একই সাথে, ‘ভারত 6G ভিশন ডকুমেন্ট’ এবং 6G নিয়ে গবেষণার স্থান । আজকেই উন্মোচন করতে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়।

এ.এন .আই এর রিপোর্ট অনুসারে, নতুন ITU ইন্ডিয়া অফিসটি – বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইরান এবং আফগানিস্তানের মতো দেশগুলিতে পরিষেবা প্রদান করবে।

আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, ITU হল জাতিসংঘ পরিচালিত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বা ‘ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি’ সংস্থার একটি অংশ, যার সদর দপ্তর জেনেভায় অবস্থিত।

ভারত ৬জি ভিশন ডকুমেন্ট হল ৬জি নেটওয়ার্কিং বিষয়ক একটি গবেষণা পত্র বা সার্কুলার, যা ২০২১ সালের নভেম্বরে গঠিত হওয়া ‘টেকনোলজি ইনোভেশন গ্ৰুপ’ বা TIG-6G দ্বারা প্রস্তুত করা হয়েছে। এক্ষেত্রে TIG-6G গ্রুপের সঙ্গে – বিভিন্ন মন্ত্রণালয় ও ডিপার্টমেন্ট, একাডেমিয়া, এবং ‘রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট’ প্রতিষ্ঠানগুলির সাথে জড়িত ব্যক্তিরা সংযুক্ত আছেন। আর গ্ৰুপটির প্রত্যেক সদস্য মিলেই, ভারতে ৬জি পরিষেবা বিস্তার ও বন্টনের জন্য একটি রোডম্যাপ এবং অ্যাকশন প্ল্যান তৈরি করেছেন।

প্যান ইন্ডিয়া’ ভিত্তিক ৫তম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক উপলব্ধ করার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, টেলিকম সংস্থাগুলিকে “ভারতে ৬জি পরিষেবা আনার কাজে নেতৃত্ব দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন” করতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই – ভারত ৬জি ভিশন ডকুমেন্ট নিয়ে কাজ করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button