Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সংগীত

“মিথ্যাচার থেকে রেহাই পাওয়ার প্রচেষ্টা” – ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নিয়ে বিস্ফোরক সঙ্গীতশিল্পী জয়তী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Jayati Chakraborty : “মিথ্যাচার থেকে রেহাই পাওয়ার প্রচেষ্টা” – ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নিয়ে বিস্ফোরক সঙ্গীতশিল্পী জয়তী - West Bengal News 24

‘ইন্দুবালা ভাতের হোটেল’, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Suvashree Ganguly) অভিনীত সিরিজ় মুক্তি পেয়েছে মার্চেই। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিজ় প্রশংসাও কুড়িয়েছে বিপুল। কিন্তু মুক্তির পর থেকেই একের পর এক বিতর্ক।

প্রথমে অভিযোগ এনেছিলেন সিরিজ়ের সঙ্গীত পরিচালক অমিত চট্টোপাধ্যায় (Amit Chaterjee)। তিনি নাকি বার বার হুমকি পাচ্ছিলেন। এ বার অন্য এক অভিযোগ আনলেন সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী (Jayati Chakraborty)।

এই ঘটনায় খুবই আঘাত পেয়েছেন জয়তী (Jayati Chakraborty)। অনেককেই এই গানটি শোনার কথা বলেছিলেন তিনি। পরে সত্যি জানার পর আরও বেশি করে খারাপ লাগছে তাঁর।

তাই তিনি লেখেন, ‘‘কোনও শিল্পীর আশাভঙ্গ হওয়ার দায় কখনও কেউ নেননি আর নেবেনও না এ কথাও সত্যি। তবুও যাঁদের বলেছি যে, শুনবেন, দেখবেন আমার গান আছে। গানটি বড় ভাল। এই মিথ্যাচার থেকে রেহাই পাওয়ার প্রচেষ্টা করলাম মাত্র।’’

জয়তী (Jayati Chakraborty) এই পোস্টে মন্তব্য করেছেন লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra) ।

তিনি লেখেন, ‘‘মন খারাপ করিস না। এমন আরও অনেক কিছু ঘটবে। এই জগৎ আর আমাদের নেই। নিজের আনন্দে গেয়ে যা।’’ তবে সিরিজ়ের নির্মাতারা এখনও অবধি এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন ::

Back to top button